আজকাল ওয়েবডেস্ক: শনিবার আসানসোলের কুলটিতে জনসভা করতে যাওয়ার আগে হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হেলিকপ্টারে বসতে গিয়ে চোট লাগে তাঁর। তাতেও দমে যাননি। জনসভায় সেই চেনা মেজাজেই ধরা গেল তাঁকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে "মিথ্যাবাদী" বলে আক্রমণ করলেন মমতা। বলেন, "এখানে কর তুলে নিয়ে গেলেও আমরা সুবিধা পাই না। রেশন বাবদ ১২ হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র। এত মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি আগে দেখিনি। শুধু বাংলাকে বদনাম করার চেষ্টা করেন"।
শুক্রবার সন্দেশখালিতে এনএসজি কমান্ডো দিয়ে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র। সেই প্রসঙ্গেও কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশকে জানানো হয়নি সেই দাবি করে মমতা বলেন, "চকোলেট বোমা ফাটলেও সিবিআই, এনএসজির দরকার পড়ে। যেন যুদ্ধ হচ্ছে। পুলিশকে জানানো হয়নি। এক তরফা হয়েছে। কেউ জানে না কোথা থেকে কী পাওয়া গিয়েছে। হয়তো আগে থেকে নিজেরাই ওখানে রেখে এসেছে। বিজেপি মনে করছে বোমা রেখে চাকরি খেয়ে ভোটে জিতে যাবে।" চাকরি বাতিল প্রসঙ্গেও এদিন চাকরিহারাদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। বলেন, "চাকরি তো দেয় না। উল্টে চাকরি কেড়ে নেয়। যাদের চাকরি বাতিল হয়েছে সরকার পাশে আছে তাঁদের।"
শুক্রবার সন্দেশখালিতে এনএসজি কমান্ডো দিয়ে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র। সেই প্রসঙ্গেও কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশকে জানানো হয়নি সেই দাবি করে মমতা বলেন, "চকোলেট বোমা ফাটলেও সিবিআই, এনএসজির দরকার পড়ে। যেন যুদ্ধ হচ্ছে। পুলিশকে জানানো হয়নি। এক তরফা হয়েছে। কেউ জানে না কোথা থেকে কী পাওয়া গিয়েছে। হয়তো আগে থেকে নিজেরাই ওখানে রেখে এসেছে। বিজেপি মনে করছে বোমা রেখে চাকরি খেয়ে ভোটে জিতে যাবে।" চাকরি বাতিল প্রসঙ্গেও এদিন চাকরিহারাদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। বলেন, "চাকরি তো দেয় না। উল্টে চাকরি কেড়ে নেয়। যাদের চাকরি বাতিল হয়েছে সরকার পাশে আছে তাঁদের।"
